গনি গড় তৃণমূলের দখলে দ্বিতীয় স্থানে বিজেপি

0
99

নিজস্ব সংবাদদাতা,মালদহঃগনির দুর্গে ফুটলো ঘাসফুল।মালদা জুড়ে জয়জয়কার তৃণমূলের।ত্রিস্তরেই প্রথম তৃণমূল।দ্বিতীয় স্থানে বিজেপি।গনির দুর্গ মালদায় মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।সাথে মুছে সাফ বাম শিবির।কংগ্রেসের এই ভরা ডুবি ফলের জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করছে মালদা জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বিনজির নূর।গনির দুর্গে মালদার সর্বস্তরে ঘাসফুল ফুটিয়ে নজির গড়েছে তৃণমূল।গত নির্বাচনের পর কোতয়ালী ভবনে কংগ্রেসের উল্লাসের ছবি আজ আর নেই।ফাঁকা চেয়ার নেই কোনো বিজিত প্রাথীর দেখা।গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদ সর্বস্তরের এক সবুজ ঝড়।মালদা জেলার মোট ১৪৬ টি গ্রামপঞ্চায়তের মধ্যে তৃণমূল একক সংখ্যা গরিস্থতাই ৫৮ টি নিজেদের ঝুলিতে নিয়েছে।সাথে বিজেপির দখলে এসেছে ২১ টি গ্রাম পঞ্চায়েত।কংগ্রেস দখল করতে সক্ষম হয়েছে ৪ গ্রাম পঞ্চায়েত।ত্রিশঙ্কু হয়ে রয়েছে ৬৩ টি গ্রাম পঞ্চায়েত। বাম শিবির হয়েছে সাফ।১৫ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯ টি দখল করেছে তৃণমূল।বিজেপির দখলে এসেছে ২ টি পঞ্চায়েত সমিতি।কংগ্রেসের দখলে ১ টি পঞ্চায়েত সমিতি।ত্রিশঙ্কু হয়ে রয়েছে ৩ পঞ্চায়েত সমিতি।আখকনেও মুছে সাফ বামফ্রন্ট।অন্যদিকে মালদা জেলা পরিষদের মোট ৩৮ আসনে ৩৭ টিতে লড়াই।জেলা পরিষদ আসনে ২৯ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল দখল করেছে।বিজেপি ৬ টি আসন দখল করেছে।কংগ্রেস দখল করেছে ২ টি আসন।এখানেও নেই কোনো বামফ্রন্ট।বরকত গনিখান চৌধুরীর দুর্গ মালদা কংগ্রেসের এই ভরাডুবি জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর অভিযোগের সুরে বলেন,” আমাদের সকল কর্মীরা আজ হতাশ হয়েছে।ভোট লুট হয়েছে।স্বচ্ছ নির্বাচন হলে আমাদের ফলাফলটাও অন্য হতো।আমাদের রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের সাথে কথা বলে আমাদের ময়দানে নামতে

ফিচার ছবি প্রতীকী এবং সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here