নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ধাক্কা খাওয়ার পর আসন্ন ২১ জুলাই শহীদ সভার মঞ্চকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস।এই লক্ষ্যে জেলায় জেলায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করছে তৃণমূল।
সোমবার দিনহাটা নেতাজি সেন্টিনারি হাই স্কুলের মাঠে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা।
এদিন এই সভায় আত্ম-সমালোচনা সুর শোনা গেলে দলের রাজ্য নেতার সুব্রত বক্সীর কণ্ঠে। ওই সভায় তিনি বলেন,“আমাদের কোথাও কোথাও ব্যর্থতা রয়েছে বা আমাদের আচার আচরণে মানুষ খারাপ পেয়েছে।তাই সাধারণ মানুষ আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন।”
এদিন দিনহাটা এই ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার প্রধানবক্তা প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুব্রত বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়, দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ, সিতাই বিধায়ক জগদীশ বসুনিয়া, কোচবিহার দক্ষিন বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী সহ জেলার বিভিন্ন ব্লক নেতৃত্বরা।
আরও পড়ুনঃ ২১ জুলাই প্রস্তুতিতে জনসংযোগের আহ্বান
এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুব্রত বক্সী জানান,“আমাদের কোথাও কোথাও ব্যর্থতা রয়েছে বা আমাদের আচার আচরণে মানুষ খারাপ পেয়েছে।
তাই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। পুনরায় কিভাবে আগামী বিধানসভায় প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কী করে পিছনে ফেলে প্রতিটি আসনে জয়লাভ করতে পারি তার চিন্তা করতে হবে।
আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের কথা প্রতিটি দরবারে পৌঁছে দিতে হবে। মানুষের পাশে ও সাথে থেকে কাজ করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584