অমৃতা চন্দ,কোচবিহারঃ
পুলিশের গুলিতে নিহত পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানালো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বুধবার তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনহাটার মহকুমা শাসকের দফতরের মূল গেটের সামনে অস্থায়ী শহীদবেদী করে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে শহীদ কর্ণার এলাকায় সুভাষ ভবন থেকে বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে একটি বিরাট মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে এসে হাজির হয়।
অন্যান্য বছরের মত এবছর পঞ্চ শহীদ দিবস পালন করল সারাভারত ফরওয়ার্ড ব্লক । এদিন শহীদ পরিবার গুলির সদস্যদের নিয়ে দিনহাটা সহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে অস্থায়ী শহীদ বেদি করে পঞ্চ শহীদকে শ্রদ্ধা জানানো হয়।
এদিন সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিনহাটা শহরের বলরামপুর রোড়ের চড়ক পুজার মাঠ থেকে শহীদ পরিবার গুলিকে সঙ্গে নিয়ে দলের নেতৃত্বরা মিছিল করে দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে উপস্থিত হয়।
আরও পড়ুনঃ পেশাগত দাবিতে সুবোধমল্লিক স্কোয়ারে অঙ্গনওয়াড়ী কর্মীদের সমাবেশ
সেখানে দলের পঞ্চ শহীদ দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, কোচবিহার জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক দীপক সরকার, দলের কোচবিহার জেলা সহ সভাপতি দুলাল গোপ, জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, বিধায়ক নগেন রায়, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবাশীষ বনিক, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ , শ্যামল ধর, সব্যসাচী মিত্র, নুর নাহার বেগম, বিকাশ মন্ডল প্রমুখ।
বিপিএল তালিকায় গ্রামের সকল গরিব মানুষের নাম তোলার দাবী সহ বিভিন্ন দাবীতে সরকারে থেকেও বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ২০০৮ এর ৫ ই ফেব্রয়ারি দিনহাটায় পুলিশের গুলিতে শহীদ হয় ফরওয়ার্ড ব্লক দলের পাঁচকর্মী।
এরা হলেন প্রদীপ বর্মণ, স্বপন মহন্ত , ইন্দ্রজিৎ চক্রবর্তী , নিরোদ রায় ও নীরেন হালদার। এছাড়াও পুলিশের গুলিতে আহত হয় আরো পঞ্চাশ জনের বেশি কর্মী সমর্থক।
আরও পড়ুনঃ রোজভ্যালি কাণ্ডে কেঁচো খুঁড়তে সাপ, কেকেআর-সহ বাজেয়াপ্ত সেন্ট জেভিয়ার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আন্দোলন করতে গিয়ে ২০০৮ এর ৫ ই ফেব্রয়ারি দিনহাটায় পুলিশের গুলিতে নিহত পঞ্চ শহীদ কে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে। শহীদ পরিবারগুলির সদস্যরা অন্যান্য বছরের মত এদিন ও ফরওয়ার্ড ব্লক দলের সাথে থেকে তাদের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানান। এদিকে তৃনমূলের পক্ষ থেকে সেখানে অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান ছাড়াও ২০০৮ এর ৫ ই ফেব্রুয়ারির সেই দিনটির কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব।
এদিন অস্থায়ী শহীদ বেদীতে মাল্যদান করেন তৃণমূলের রাজ্য সম্পাদক বিধায়ক উদয়ন গুহ ছাড়াও দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী, কাউন্সিলার অসীম নন্দী, গৌরী শঙ্কর মাহেশ্বরী, জয়দীপ ঘোষ, তৃণমূল নেতা বিশু ধর, পার্থনাত সরকার , বিশ্বনাথ দে আমিন, আজিজার রহমান , মৌমিতা ভট্টাচার্য প্রমুখ তৃনমূল নেতৃত্ব। শহীদ বেদিতে মাল্যদানের পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে শাসক দলের নেতৃত্বকে খুশি করবার জন্য পুলিশের একটি অংশ নির্বিচারে সিআরপিএফ নিয়ে এসে দিনহাটায় আন্দোলনকারীদের উপর গুলি চালায়।
আরও পড়ুনঃ প্রেসিডেন্সির উপাচার্যকে ফের ঘেরাও, একাধিক দাবি নিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের
তিনি বলেন যারা ক্ষমতায় আসার আগে বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের হস্তক্ষেপ কখনো হবে না।উল্টে দেখা গেল গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য পাঁচ জনকে গুলি করে হত্যা করা হল।
আহত হলেন অনেকেই।সেদিনের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশের লিখে দেওয়া বিবৃতি পাঠ করে বলেছিলেন আন্দোলনকারীরা হিংস্র হয়ে উঠায় আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালিয়েছে। সেদিন আন্দোলনকারীদের উপর সিআরপিএফ লেলিয়ে দেওয়া হয়েছিল। এই পাপের খেসারত আজ সিপিএমকে সহ অন্যান্য বামপন্থী দলগুলিকে দিতে হচ্ছে।
সেদিনের ঘটনায় বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এই পাপীদের স্থান পশ্চিমবাংলায় হবে না। সভায় সিপিএমের পাশাপাশি অন্যান্য বামদলগুলো কড়া সমালোচনা করেন বিধায়ক উদয়ন গুহ। শহীদ সমাবেশে এদিন এনআরসি থেকে শুরু করে সিএএ নিয়ে বিজেপি কেও তীব্র ভাষায় আক্রমণ করেন উদয়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584