নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদের কান্দি ব্লক ও শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কান্দি থানার মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল।
এদিনের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলার INTTUC সভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি জয়দেব ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি মহকুমার প্রত্যেকটি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও নেতৃত্বরা।
আরও পড়ুনঃ ঐক্যশ্রী স্কলারশিপের সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের WBMDFC অফিসে ডেপুটেশন
এদিন তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন সভা মঞ্চ থেকে কান্দি মহকুমার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আসা মানুষদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে দেওয়া হয়। সভা শেষে স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তৃতায় নজর দেন কান্দির তৃণমূল ও নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584