সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে পুলিশ ও তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষীপুরে।
অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চলছিল ঝামেলা।
লক্ষীপুর গ্রামের পঞ্চায়েত সদস্য আহমাদুল্লার অভিযোগ, তল্লাশির নামে পুলিশ তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজনের সঙ্গে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি-সহ গাড়িতে ভাঙচুর চালায়। এমনকি মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ।
এরপরে গ্রামের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব সভাপতি গৌতম অধিকারির বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করে তারা।
আরও পড়ুনঃ নির্ভয়া মামলার শুনানি স্থগিত পাতিয়ালা হাউসে, পরবর্তী তারিখ ১৮ ডিসেম্বর
অন্যদিকে যুব ব্লক সভাপতির উপর ওঠা অভিযোগ অস্বীকার করে যুব সভাপতি গৌতম অধিকারি জানায়, দলের সাথে এই ঘটনার কোনও যোগ নেই। পারিবারিক ঝামেলাতে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে বিরোধীরা।
পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশকর্মীরা গিয়েছিল। ঘটনার পর থেকে এলাকায় থমথমে আবহাওয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584