পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের মনজোগ এলাকায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর ভিতরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
সোমবার সকালে রাস্তার কাজ শুরু হওয়ার সময় স্থানীয় তৃণমূল কর্মীরা রাস্তার কাজে বাধা দেয়। ঘটনাস্থলে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতর অঞ্চল সভাপতি মুস্তাকিম এবং পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবনাজ পারভীন এর স্বামী শামসাদ আলম ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
স্থানীয় সুত্রে জানা যায় নিম্নমানের কাজ চলছিল তাই মনজোগ গ্রামেরই এক তৃণমূল নেতা গিয়ে কাজ আটকায় এবং গোয়ালপোখর ব্লকের বিডিও রাজু শেরপাকে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুনঃ ফালাকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
বিডিও বলেন,তিনি বিষয়টি দেখবেন।মনজোগ এলাকার তৃণমূল নেতা মুজাফ্ফর হুসেন জানান, একাধিক তৃণমূল কর্মীকে গালিগালাজ করা হয়, এবং তাদের হুমকিও দেওয়া হয় কাজ করতে না দেওয়া হলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় তাদেরকে।এই ঘটনায় পোখরিয়া এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।তিনি বলেন,”এর জন্য আজ আমরা গোয়ালপোখর বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানাবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584