পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ পদ নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ দন্দ্ব

0
58

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ নির্নয় ঘিরে উত্তপ্ত দাঁতন ২নং ব্লক।বেলদা থানার ধনেশ্বরপুরের কাছে পথ অবরোধ করে নির্বাচিত পঞ্চায়েত সমিতির প্রার্থী ইফতেকার আলির অনুগামীদের।প্রসঙ্গত দাঁতন ২ নম্বর ব্লকের নির্দল প্রার্থী হিসাবে তৃণমূলের মনোনীত প্রার্থী কে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় যুক্ত হন ইফতেখার আলী।

tire
নিজস্ব চিত্র

তবে ভোট প্রক্রিয়ার পরেই তৃণমূল দলের পদস্থ নেতৃত্বের আহ্বানে নির্দল প্রার্থী থেকে তৃণমূলে যোগদান করেন তিনি এবং ব্লক সভাপতি হিসাবে নির্বাচিত হন দুর্গেশ নন্দ।সূত্রের খবর ব্লক তৃণমূল থেকে ইফতেকার আলিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হবে বলে মনোনীত করা হয়েছিল,সেইমত আজ দাঁতন ২ ব্লকের পঞ্চায়েত সমিতি গঠনে উপস্থিত হয়ে ইফতেকার আলি উপলব্ধি করেন যে তার নির্বাচিত পদটি বাতিল করা হয়েছে।পাশাপাশি জানতে পারেন এই পদ পরিবর্তনের পেছনে তৃণমূল দলেরই ব্লক সভাপতি দুর্গেশ নন্দের হাত রয়েছে।এই সিদ্ধান্ত মেনে না নিয়ে ইফতেকার আলি ও তার অনুগামীরা বেলদা-দিঘা রাজ্যসড়ক অবরুদ্ধ করে।ফলে দীর্ঘক্ষন রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি।বেশ কিছুক্ষন স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।ঘটনাস্থলে পৌঁছায় জোড়াগেড়িয়া ফাঁড়ি ও বেলদা থানার বিশাল পুলিশবাহিনী।

protests by burning tire
টায়ার পুড়িয়ে বিক্ষোভ। নিজস্ব চিত্র

সেক ইফতেকার আলি জানান-“দুর্নীতির বিরুদ্ধে আমরা ভোটের লড়াইয়ে নেমেছিলাম।দুর্গেশ নন্দ তার দুর্নীতি ধরা পড়ে যাওয়ার ভয়ে পদ দেয়নি তাই নির্দল হয়ে দাঁড়িয়ে বিপুল ভোট পেয়েছিলাম কিন্তু ব্লক সভাপতি দুর্গেশ নন্দ জেলার নির্দেশ অমান্য করছে এলাকায় গোষ্ঠী সৃষ্টি করছে,দুর্নীতি করতে চাইছে।আজ ও গিয়ে দেখালাম একই অবস্থা তাই আমার আনুগামীরা এই সিদ্ধান্ত নেয়।জেলার নির্দেশ মত অবরোধ তুলে নেওয়া হয় এবং জনস্বাস্থ্য পদে নির্বাচন স্তগিত রয়েছে।”জানা গিয়েছে সোমবার রাত্রে এক মুখ বন্ধ খামে স্থায়ি কর্মাধ্যক্ষের নাম আসে কিন্তু জেলার কোন নির্দেশ না শুনে ব্লক সভাপতি একক উদ্যোগে সব পরিবর্তন করেছে।ফলে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় ইফতেকার আলি ও তার অনুগামীরা।পরে ফোনে তৃণমূল দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমত এবং ব্লক প্রশানের কথা মত তিনি অবরোধ তুলে নেন।নিজে দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রন করেন।সুত্রের খবর দাঁতন ২ ব্লকের এই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদ গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।অবরোধ উঠে গেলেও এলাকায় উত্তেজনা রয়েছে।

road strike
পথ অবরোধ। নিজস্ব চিত্র

পদ নিয়ে তৃণমূল-তৃণমূল এর মধ্যেমত বিরোধ এবং পথ অবরোধ,তবে কি ব্লকে গোষ্ঠী তৈরি হচ্ছে এমনই কিন্তু মত বিরোধী দলের।তবে এই প্রসঙ্গে কোন মন্তব্য পাওয়া যায়নি ব্লক সভাপতি দুর্গেশ নন্দের ।

আরও পড়ুনঃ শেষ পর্যন্ত মন্ত্রীত্ব থেকে ইস্তফা শোভনের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here