নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শনিবার দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এবং তিনি বলেন যে, “বিমল গুরুং -এর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। আর উনার জিজিএম পার্টির সকল কর্মী নেতাদের মন থেকে সম্মান করি। লাগাতার তাদের সাথে সম্পর্কে আছি। যদিও রাজনৈতিক ভাবে বিমল গুরুং তৃণমূলে যোগদান করেছেন। তবে উনিও গোর্খা আর আমার ভেতরেও গোর্খার রক্ত।
তাই আমরা রাজনৈতিক ভাবে আলাদা আলাদা হলেও ভেতর থেকে এক। আর তৃণমূল কংগ্রেসে বিমল গুরুং কি কারণে যোগদান করল সেইটার উত্তর বিমল গুরুং নিজেই জানেন। তবে মনে রাখবেন এখনও নির্বাচনের সাত মাস বাকি আছে।
আরও পড়ুনঃ একদা মাওবাদীদের মুক্তাঞ্চল বেলপাহাড়িতে পৌঁছে দেওয়া হল সরকারি একগুচ্ছ সুবিধা
কিন্তু তার আগে ফের বদল হবে।” এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বিনয় তামাং ও অনিত থাপার বৈঠক প্রসঙ্গে সাংসদ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ডিভাইড অ্যান্ড রুল’এর রাজনীতি করছেন। বিমল গুরুং এর সাথে আলাদা বৈঠক করছেন।
আরও পড়ুনঃ গরু পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ৩ জেলায় এবার একযোগে তদন্ত শুরু সিবিআইয়ের
এবং বিনয় তামাং ও অনিতা থাপার সঙ্গে আলাদা করে বৈঠক করছে। আর এইটা বিভাজন করতে চাইছেন। বিমল গুরুং এর একটা টিম ও বিনয় তামাং ও অনিতা থাপার একটা টিম বানিয়ে নিজেদের মধ্যে লড়াই করিয়ে নির্বাচনি রুটি সেঁকতে চাইছেন। তবে আমি মধ্যে খানের রাস্তা নিচ্ছি।
আমি বলছি সমস্ত গোর্খা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আর আমি সাংসদের কারণে গোর্খাদের মাথা নীচু হতে দিব না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584