নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায় গতকাল রাতে তৃণমুলের দুষ্কৃতিরা বিজেপির বেশ কয়েকটা ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আর এই ঘটনার জেরে সোমবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনা অবরোধ করে।
তৃণমূল নেতা পিন্টু প্রধানের নেতৃত্বে বিজেপির ঘরবাড়ি ভাঙচুর করে বলে বিজেপির অভিযোগ। সাথে বেশকয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ এক সময় তৃণমুলের দাপুটে নেতা নান্টু প্রধান এলাকা দখলে রাখার চেষ্টা করেছিল। সেই প্রথা আবার তাঁরই দাদা পিন্টু প্রধান শুরু করেছে। ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি করছি। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূল। পাল্টা অভিযোগ দলীয় কোন্দলের ফলেই এমনই ঘটনা।
এই ঘটনায় বিজেপি নেতা দেবব্রত করের বক্তব্য রাজ্য জুড়ে চলছে বিজেপি কর্মীদের উপর নানান অত্যাচার, দিনের পর দিন এমনই ঘটনা ঘটছে পূর্ব মেদিনীপুর জেলায়। এ নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না যদিও আজকের এই ঘটনায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। আগামী দিনে এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল কর্মীদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584