নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জগন্নাথপুরের এক ব্যক্তি। যদিও বর্তমানে উনি সুস্থ হয়ে বাড়িতে আছেন এবং চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই অবস্থায় একপ্রকার না খাওয়া পরিস্থিতিতে রয়েছে ওই পরিবার। এই কথা জানতে পারেন বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস।
এই বিষয়টি তিনি ফোন করে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষকে। এই কথা শুনে কাজলবাবু তড়িঘড়ি চাল, ডাল, আটা, সবজি, ডিম এবং বাচ্চাদের জন্য খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দ্বারা। এরপর ওই পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জুড়ে অবাধ্য জনতাকে ঘরে ঢোকাতে কড়া পদক্ষেপ পুলিশের
এই বিষয়ে কাজল ঘোষ বলেন যে “করোনা হলেই আমাদের সমাজ সেই করোনা আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারকে ঘৃণার চোখে দেখতে শুরু করছে। এমনকি তাদের জল, দুধ এবং আরও প্রয়োজনীয় দ্রব্য নেওয়াও বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আগামীতেও করবো। এবং সকলকে একটা কথাই বলব কারো করোনা হলে তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন না। আমাদের সকলকে রোগীর সাথে নয় রোগের সাথে লড়তে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584