নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭০ জন বিশিষ্ট সদস্যের মধ্যে প্রায় ৫০ জন সদস্য এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে জরুরী বৈঠক করে তৃণমূলকে বার্তা দিতে চাইলেন যে দলত্যাগী নেতাদের আর দলে যেন না নেওয়া হয়।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন মন্ডল ও সহকারি সভাপতি বৈদ্যনাথ দাস সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশকিছু সদস্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে কংগ্রেস বা বিজেপি দলে নাম লিখিয়েছিলেন।
আরও পড়ুনঃ ভরতপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড সহায়তা কেন্দ্রের উদ্বোধন
সূত্র মারফত খবর দলত্যাগী মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যদের মধ্যে কয়েকজন আবার দলে ফিরতে চেয়ে রাজ্য নেতৃত্ব কাছে আবেদন করেছেন, আর এই আবেদনকে নিয়ে আপত্তি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে এই মর্মে তারা সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584