নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী আসার একদিন আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর শহর। শনিবার সন্ধ্যায় শহরের নয় নম্বর ওয়ার্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয়। অভিযোগ সেইসময় দলের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী তার অনুগামীদের নিয়ে হাজির হন।
তারপর তিনি সভা বানচালের উদ্দেশ্যে মাইক খুলে নেওয়ার নির্দেশ দেন। তখন সভার আয়োজক যুব তৃণমূলের কর্মীরা প্রতিবাদ করেন। শুরু হয়ে যায় বচসা থেকে হাতাহাতি। অভিযোগ, সেইসময় জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী তিন জন যুব তৃণমূলের কর্মীদের মারধর করেন।
আরও পড়ুনঃ জেলের আসামীর কথা বিশ্বাস করে না, সুদীপ্ত সেন চিঠি প্রসঙ্গে দিলীপ মন্তব্য
এই ব্যাপারে যুব তৃণমূলের খড়্গপুর শহর সভাপতি অসিত পাল জানিয়েছেন, জেলা মুখপাত্র বিজেপির হয়ে কাজ করছেন।
আরও পড়ুনঃ সায়ন্তন বসুর সভা ঘিরে অগ্নিগর্ভ সিতাই
অপরদিকে তৃণমূলের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী বলেছেন, “আমি এই ব্যাপারে কিছু বলব না। তবে যাদের তৃণমূলের যুব নেতা বলা হচ্ছে তারা সব সমাজবিরোধী। আমি এখন মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ব্যস্ত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584