সুদীপ পাল, বর্ধমানঃ
‘রাজ্য সরকার তথা তৃণমূলের মদতেই রাজ্যবাসীকে ভয় দেখাচ্ছে বিজেপি। দিলীপ ঘোষ কুকথা বললেও তাঁর বিরুদ্ধে একটাও মামলা করেনি রাজ্য।’—এমন ভাবেই রাজ্য এবং কেন্দ্রের শাসকদলকে তোপ দাগলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
আরও পড়ুনঃ মঞ্জুশা সংঘের নির্বাচন ঘিরে পুলিশি তৎপরতা
পশ্চিম বর্ধমান জেলার সিটুর দশম জেলা সম্মেলনের শেষ দিনে পানাগড় হিন্দি হাই স্কুলের মাঠে প্রকাশ্য সমাবেশে যোগ দেন তিনি। সংশোধিত আইন নিয়ে তাঁর বক্তব্য, মূল সমস্যা থেকে নজর ঘোরাতে এনআরসি এবং সিএএ নিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।
ভাষা, ধর্ম, পোশাক দেখে বিভাজনের চেষ্টা চলছে বলে জানান তিনি। কেন্দ্র সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি রাজ্য সরকারের প্রসঙ্গে বলেন, দিলীপ ঘোষ-সহ বিজেপির বিভিন্ন নেতারা কুকথা বললেও রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করছেন না। মামলা সিপিএম করেছে।
যদিও সেই মামলার কোনো অগ্রগতি হয়নি।এদিন দেশকে বাঁচাতে বামপন্থীদের মজবুত করারও আহ্বান জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584