বিজেপিকে টেক্কা দিতে তৃণমূলের আইটি সেল ঝাড়গ্রামে

0
41

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রামে বিজেপিকে টেক্কা দিতে তৈরি হলো তৃণমূলের আইটি সেল। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের আইটি সেলের সূচনা করেন জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সোরেন টুডু। ঝাড়গ্রাম জেলা শহরের ফেডারেশন হলে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় এই আইটি সেলের। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের আইটি সেলের জেলার কনভেনরের দায়িত্ব পেয়েছেন শিক্ষক সুদীপ্ত চক্রবর্তী ও কো- কনভেনর হয়েছেন সুব্রত নন্দী ওরফে ডাম্পি।

TMC IT Cell | newsfront.co
উদ্বোধন ৷ নিজস্ব চিত্র

জেলার প্রতিটি বিধানসভা ও ব্লকের ক্ষেত্রে একই ভাবে কমিটি গঠন করা হয়েছে। জেলার তরুণ প্রজন্মের যুবক-যুবতীদের এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম শহরের দায়িত্ব পেয়েছেন ফেসবুকে তৃণমূলের প্রচারের অতি পরিচিত মুখ জয় মাহাতো।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এতদিন ঝাড়গ্রামে বিজেপির আইটি সেল থাকলেও তৃণমূলের কোন আইটি সেল ছিল না। দলের অনুগামীরা নিজেদের মত করে প্রচার করতেন সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে বেঁধে যুক্ত করে আইটি সেল গঠন করায় প্রচারের ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানাচ্ছেন আইটি সেলের দায়িত্ব পাওয়া নব নিযুক্ত নেতারা।

আরও পড়ুনঃ রায়গঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজিটিভের হদিশ

আইটি সেলের আনুষ্ঠানিক সূচনাতে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মু, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবেন্দ্রবিজয় মল্লদেব, জেলা কোর কমিটির সদস্য প্রসূন ষড়ঙ্গি, তৃণমূলের রাজ্য আই টি সেলের সভাপতি রবিন টুডু, ব্লক সভাপতি নিশীথ মাহাতো, শংকর হাঁসদা প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here