শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ ২৪ পরগণাঃ
গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেতমজুর কমিটির কর্মীসভা। রবিবার এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর দেবীকোট ভবনে। উপস্থিত ছিলেন জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আবু হায়দার সরকার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি গৌতম দাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি মজুরুদ্দিন মন্ডল,জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিজ্ঞা,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন,গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পন্ডিত সহ আরো অনেকে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী ও মজবুত করতে উদ্যোগী হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। লকডাউন কিছুটা শিথিল হতেই গত ১০ জুন জেলার প্রথম সারির তৃণমূল নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক সেরেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ। এরপরে তৃণমূল কংগ্রেসের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে করা হচ্ছে সাংগঠনিক কর্মীসভা।
আরও পড়ুনঃ বীরপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন তৃণমূলের
সেই মতো রবিবার জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে। এদিনের কর্মীসভা থেকে জেলার কৃষকদের কীভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়, পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কৃষিকাজের সাথে যুক্ত করে কীভাবে তাদের সাবলম্বী করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584