নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সমালোচনার পালটা জবাব দিল তৃণমূল। শুক্রবার মেদিনীপুরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন।
তারই পরিপেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, ‘যাদের বিপদের দিনে দেখতে পাওয়া যায়নি,সেই বিজেপি নেতাদের মুখে বড় বড় কথা মানায় না। এই দুঃসময়ের দিনে একটা মানুষের পাশে ওরা দাঁড়ায়নি ।
শুধু রাজ্য সরকারের ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা ,অপপ্রচার ছাড়া ওদের আর কোন কাজ নেই।’ দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন, ‘আকাশ থেকে পড়ে দিলীপ ঘোষ নেতা হয়েছেন। আর আমি গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে যোগাযোগ করে আজকে নেতা হয়েছি।
আরও পড়ুনঃ বিনা প্রতিদ্বন্দীতায় রাজ্যসভায় নির্বাচিত কর্ণাটক থেকে ৪, অরুণাচল থেকে ১
তাই ওনার মত মিথ্যাবাদী একটা মানুষ দেশে নেই। তাই ওনার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো।’ তিনি আরো বলেন, ‘বিজেপির ২০২১ সালে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা ভালো।
কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপায়ণ হবে না। বাংলার মানুষ বিজেপির আসল রূপ দেখেছেন। তাই এদেরকে বাংলা থেকে প্রত্যাখ্যান করবে। এদের বাংলা দখলের স্বপ্ন কোনদিন পূরণ হবে না।’ অজিতবাবু বলেন, ‘বাংলার মানুষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন তা ২০২১ সালে ফের প্রমাণিত হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584