নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপারা বালুচোকার পাঞ্জিপারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সাহেবা খাতুন। আর তার প্রতিনিধি তথা আইএনটিটিইউসি নেতা গোলাম মোস্তফা রবিবার কয়েকশো মানুষের হাতে চাল-ডাল,আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন।

জানা যায়, লকডাউনের ফলে অনেক দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আর এই লকডাউনের ফলে তাদের কাজ বন্ধ হওয়ায় রুজিরুটির ব্যাঘাত ঘটছে। ফলে এদিন গোলাম মোস্তফার দেওয়া ত্রাণ সামগ্রী দিয়ে অনেকেই তাদের বাড়ির উনুন জ্বালাবেন বলে জানান বাসিন্দারা।
আরও পড়ুনঃ বাজারের একশো ব্যবসায়ীকে মাস্ক-গ্লাভস দিল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব
যদিও এ বিষয়ে মোস্তফা সাহেব বলেন, “এর আগেও আমি এলাকার দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। লকডাউন যতদিন পর্যন্ত চলবে এভাবে মানুষের পাশেই থাকবো”। আইএনটিটিইউসি নেতা এদিনের এই কাজকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584