নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংকটে এবার গরিব মানুষদের পাশে দাঁড়ালেন তৃণমূলের দাপুটে নেতা ইয়াসিন। গরিব মানুষদের ইফতারের খাদ্যসামগ্রী তুলে দিলেন তিনি। লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার জেরেই দ্বিতীয় দফার পরে এবার তৃতীয় দফার লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন প্রান্তের খেঁটে খাওয়া মানুষগুলো। তাই মঙ্গলবার এক মানবিক উদ্যোগ নিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা মহম্মদ ইয়াসিন।
মালদহের রতুয়া ব্লকের পূর্বকমলপুর গ্রামে ৩০০টি পরিবারের মাঝে চাল-ডাল আলু পেঁয়াজ তুলে দিলেন ইয়াসিন। এছাড়াও এদিন সামসি পঞ্চায়েত এলাকার প্রায় ৮০০টি গরিব পরিবারকে রোজা ইফতারের খাদ্য সামগ্রী দান করা হয়েছে বলে ইয়াসিন জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় সিপিআইএমের ত্রাণ বিতরণ
তিনি জানান, ‘ওই সব এলাকায় গরিবদের মধ্যে এর আগেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রান দেওয়া হয়েছিল। তবে তা যথেষ্ট নয় বলে ইয়াসিনের দাবি। সেকারণে আর চুপ করে বসে থাকতে না পেরে আমি এলাকার গরীব মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584