বিক্ষোভের মুখে টাকা ফেরতের মুচলেকা তৃণমূল নেতার

0
61

সুদীপ পাল,বর্ধমানঃ

tmc leader giving money | newsfront.co
বিক্ষোভ।নিজস্ব চিত্র

কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেই রাজ্যজুড়ে বেশকিছু নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আউসগ্রাম ২ ব্লকে একই ঘটনা ঘটল। শুধু বিক্ষোভ নয়, বিক্ষোভের মুখে, পড়ে নেতা মুচলেখা দিলেন যে তিনি টাকা ফেরত দেবেন।

tmc leader giving money | newsfront.co
মুচলেকা।নিজস্ব চিত্র

আউসগ্রামের পাণ্ডুক গ্রামের উজ্জ্বল মন্ডল নামে ঐ নেতা বিক্ষোভের মুখে পড়ে মুচলেকা দিলেন।তাঁর বিরুদ্ধে অভিযোগ সরকারি আবাস যোজনায় যে টাকা গ্রামবাসীরা পেয়েছিলেন তাদের ৫০০০ বা ১০০০০ টাকা করে উজ্জ্বলবাবুকে দিতে হয়েছে।একথা স্বীকার করছেন উজ্জ্বলবাবু।

তিনি বলছেন,নিজের স্বার্থের জন্য টাকা নেননি।সম্পূর্ণটাই দল চালানোর জন্য ব্যবহৃত হয়েছে।অভিযোগ ১০০ দিনের প্রকল্পের জব কার্ড হোল্ডারদের এখনও বারোদিনের টাকা বাকি।সেই টাকা উজ্জ্বলবাবু তুলে নিয়েছেন।

আরও পড়ুনঃ কাটমানির টাকা জনগণকে ফেরালো তৃণমূল নেতা

গ্রামবাসীদের বক্তব্য,নিতান্তই সাধারণ ঘরের ছেলে উজ্জ্বল। শাসকদলের সাথে যুক্ত হবার পর থেকে তার সম্পত্তির বাড়বাড়ন্ত শুরু হয়। নতুন বাড়ি গাড়ি সবই সে করেছে গরিব মানুষের টাকা আত্মসাৎ করে।প্রবল চাপ বুঝতে পেরে উজ্জ্বলবাবু মুচলেকা দেন যে, কুড়ি দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দেবেন।

তৃণমূলের আউসগ্রাম ২ ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন,নির্দেশ দেওয়া ছিল দলের কেউ যেন কাটমানি না নেয়।তারপরেও যদি উজ্জল মন্ডল নিয়ে থাকে সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থেই। দল এই কাজ অনুমোদন করে না। এই দায় তার,দলের নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here