সায়নিকা সরকার, মালদহঃ
মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল তৃনমুল কংগ্রেস। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরিবারের হাতে এককালীন তিরিশ হাজার টাকা তুলে দেওয়া হল।
রতুয়া-২ ব্লকের পরানপুর জিপির চাঁদপুর গ্রামের মৃত পরিযায়ী শ্রমিক শেখ খতিবের অসহায় পরিবারের হাতে সেই টাকা পৌঁছে দিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী তথা রতুয়ার তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহম্মদ ইয়াসিন।
বৃহস্পতিবার ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে মহম্মদ ইয়াসিন শ্রমিকের স্ত্রী লাকিজান বিবির হাতে ওই নগদ অর্থ তুলে দেন। উল্লেখ্য,চাঁদপুর গ্রামের বছর সাতাশের শেখ খতিব কেরালা গিয়েছিলেন শ্রমিকের কাজে।
আরও পড়ুনঃ মালদহে ‘দিদিকে বলো’র কো-অর্ডিনেটরকে সংবর্ধনা
শ্রমিক স্পেশাল ট্রেনেই ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার মালদহ টাউন স্টেশনে খতিবের দেহ রেল পুলিশ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়িতে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী সহ দুই পুত্র সন্তান রয়েছে।
অকালে খতিবকে হারিয়ে অসহায় তাঁর পরিবার। তাই এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ওই শ্রমিকের অসহায় পরিবারের হাতে নগদ তিরিশ হাজার টাকা তুলে দেন শাসকদলের যুব নেতা মহম্মদ ইয়াসিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584