‘আমি ঠিক আছি’ -করোনায় আক্রান্ত কৃষ্ণেন্দুর উক্তি

0
54

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

জন্মদিনের আগেই করোনায় আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার আর তার জন্মদিন পালন করা হলনা। এই খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে গোলাপটি এলাকায় কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে তার অনুগামীরা ভিড় করতে শুরু করেন।

mask | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন মন্ত্রীর মঙ্গল কামনায় এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির হন অনুগামী এবং দলীয় কর্মীরা। দলীয় কর্মী এবং অনুগামীদের হতাশ করে ফিরিয়ে না দিয়ে বাড়ির ব্যালকনি থেকেই অসংখ্য অনুগামীদের হাত নাড়িয়ে ‘আমি ঠিক আছি’ এবং শুভেচ্ছা জানান কৃষ্ণেন্দু বাবু।

আরও পড়ুনঃ বালুরঘাটে স্কুলের কম্পিউটার চুরির তদন্তে ধৃত দুই নাবালক-সহ ৫

অনেক কর্মী সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কৃষ্ণেন্দুবাবুর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। দু’দিন থেকে কাশি শুরু হয়। এরপর তার লালার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার গভীর রাতে প্রাক্তন মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। তবে তার শ্বাসকষ্ট বা অন্য কোনও উপসর্গ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here