বিস্ফোরক কুণাল ঘোষ

0
125

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য টুইট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পুরোনো ভিডিও ছাড়ছেন যখন, কুণাল ঘোষ তখন বিস্ফোরক দাবি তুললেন। সেই দাবিতে তিনি বিজেপি ও বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের বিশ্বাসযোগ্য নিয়ে প্রশ্ন তুললেন।

Kunal Ghosh | newsfront.co
ফাইল চিত্র

কুণাল ঘোষের কটাক্ষ, “মুকুলকে সহ-সভাপতি করবেন অন্য দিকে সারদা ইস্যুতে সবাইকে জ্ঞান দেবেন, সেটা হবে না। মুকুলের সঙ্গে সামনা-সামনি বসতে চাই, সেটা আমি আগেই বলেছিলাম। নারদ-কান্ডে গ্রেফতার হয়েছেন মির্জা। মির্জার সূত্রে কেন মুকুল রায় গ্রেফতার হবেন না? বিজেপি কি ওয়াশিং মেশিন নাকি, ধুয়ে-মুছে দুর্নীতিগ্রস্তদের দলে নিচ্ছে!”

কুণালের দাবি, ২০১৫ সালে বলা হয়েছিল ‘ভাগ, মুকুল ভাগ!’ কোন অভিযোগের ভিত্তিতে তখন ‘ভাগ, মুকুল ভাগ’ বলা হয়েছিল সেটার উত্তর দিতে হবে।

আরও পড়ুনঃ  ভগবানপুরে বিজেপির মহা মিছিলকে ঘিরে উত্তেজনা,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যা বলা হয়েছে মিথ্যে কিনা সেটা বলুক। কার নামে বলা হল সেটা বড় কথা নয়। নাম মানুষ জানে, নাম নেওয়ার কী দরকার? (তৃণমূল) উন্নয়ন করে থাকলে ভোট করতে দিচ্ছে না কেন?” মুকুল-প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, “কোর্টে গিয়ে মুকুল রায়ের গ্রেফতারের দাবি জানাক ওরা (তৃণমূল)।”

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি বোঝাপড়া রয়েছেঃ বিমান বসু

একই সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করে কুণাল ঘোষ বললেন, এক বাপের বেটা হলে ভাইপো নয়, নাম নিয়ে বলুন। অন্য দিকে দিলীপ ঘোষ জানালেন, যা বলা হয়েছে মিথ্যে কিনা বলুক, কার নামে বলা হল সেটা বড় কথা নয়। গতকালই রামনগর থেকে তৃণমূলের প্রতি তোপ দেগেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। চাল চোর সরকারকে আর দরকার নেই, বাংলায় কাটমানির সরকার চলছে, তৃণমূলের রাশ ভাইপোর হাতে- ইত্যাদি বলে তিনি ‘অল আউট’ আক্রমণ সানিয়েছিলেন তৃণমূলের প্রতি।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের পরিবারে ভিন্নধর্মালম্বী বিবাহ ‘লাভ জিহাদ’-র আওতায় পড়বে কিনা প্রশ্ন ভূপেশ বাঘেলের

আজ সাংবাদিক বৈঠক ডেকে কুণাল ঘোষ কৈলাসের সেই আক্রমণেরই জবাব দেন। কুণাল ঘোষ হুঙ্কার ছাড়েন, “যদি ক্ষমতা, হিম্মত থাকে, ভাইপো-ভাইপো না করে নাম উচ্চারণ করে দেখান কৈলাসজি!”

কুণাল আরও জানান, “কৈলাস সিবিআই-এর কথা বলছেন। তারা (সিবিআই) কবে কী করবে, সেটা কী করে আগে থেকে জানতে পারছেন কৈলাস? তা হলে কি তারাই সিবিআই নিয়ন্ত্রণ করেন? সিন্ডিকেট নিয়ে কথা বলেন, অথচ তার দলের সম্পাদক জানাচ্ছেন, সিন্ডিকেট ছিল আছে থাকবে। রাজ্যের উন্নয়নের মোকাবিলা করতে পারছে না বিজেপি, কেন্দ্রের নীতি নিয়েও কিছু বলতে পারছে না, তাই তৃণমূলের কুৎসা করছে। আসলে বিজেপি ভয় পেয়ে গেছে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here