শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মৌসম

0
63

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের দুর্দশা নিয়ে কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। বুধবার বিকালে মালদহে নুর ম্যানসনে সাংবাদিক বৈঠকে মৌসম অভিযোগ করেন, ‘লকডাউন ঘোষণার আগে কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেননি প্রধানমন্ত্রী। তার ফলে বিপাকে পড়তে হয়েছে আটকে পড়া শ্রমিকদের।

Mausam Benjir Nur | newsfront.co
নিজস্ব চিত্র

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য গত ২৬ মার্চ আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন, যাতে এরাজ্যের শ্রমিকদের সমস্যায় পড়তে না হয়। এরপরে মুখ্যমন্ত্রী ২৩৫টি ট্রেনের সিডিউল করে কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার সিডিউল পাল্টে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে।’

আরও পড়ুনঃ ভিড় এড়াতে সরকারি অফিসে দুই শিফটে কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তার অভিযোগ, বিজেপি এসব নিয়ে রাজনীতি করছে। অথচ এখন ওরাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। রেশন দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের কথা তুলে ধরেন মৌসম। তিনি জানান, রেশন বিলিতে বেনিয়মের অভিযোগে ৭৬২ জন রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। এরমধ্যে মালদহের ১৭ জন রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here