পিয়ালী দাস, বীরভূমঃ
ঝটিকা সফরে এসে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শতাব্দি রায় বললেন, “কোয়ারেন্টাইন সেন্টারে যে মানুষরা বাইরে থেকে এসে বর্তমানে রয়েছেন তাদের সবাইকে তো জামাই আদর দেওয়া যাবে না।
কারণ বহু মানুষ এই মুহূর্তে বীরভূম জেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরেছেন। করোনা সংক্রমণ ব্যাধি কে নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ক্লান্তিহীন পরিশ্রম করে চলেছে। এত মানুষকে একসঙ্গে সামাল দিতে গেলে একটু এদিক ওদিক হতে পারে সেটা বাইরে থেকে ফিরে আসা মানুষদের কে বুঝতে হবে। রাজ্যের তৃণমূল সরকার সর্বদিক থেকে বঞ্চিত।
আরও পড়ুনঃ উপপ্রধান সহ ২ জনকে শোকজ
কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রচুর পাওনা অর্থ কেন্দ্রীয় সরকার এখনও আটকে রেখেছে, তাই রাজ্য সরকার তার সীমিত আর্থিক ক্ষমতা অনুযায়ী ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী মানুষদেরকে খুবই সুষ্ঠুভাবে পরিষেবা দিচ্ছে। কোথাও কোথাও ছোটখাটো সমস্যা তৈরি হয়েছিল কিন্তু বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা পুলিশ সুনিপুণভাবে সেই সমস্যার সমাধান করেছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584