শহিদের পরিবারকে আর্থিক সাহায্য সৌমিকের

0
53

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শহিদ পরিবারের পাশে দাঁড়ালেন যুব নেতা সৌমিক হোসেন। শহিদ রানা মণ্ডলের পরিবারের পাশে থেকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন তিনি। সেই সঙ্গে ইদের উপহার সামগ্রী তুলে দিলেন পরিবারের হাতে।

Help | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের এক জনকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। বরাবরই দুঃখের দিনে মানুষের পাশে সবসময় থেকেছেন যুব নেতা সৌমিক হোসেন। এবার বীর শহিদ রানা মন্ডলের পরিবারের পাশে দাঁড়ালেন। গত ২০ মে জঙ্গিদের হাতে মৃত্যু হয় মুর্শিদাবাদের দুই জওয়ানের।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের হাতে খাবার তুলে দিলেন পুলিশ সুপার

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সৌমিক জানান, ‘যেকোনো সময় আমাকে জানাবেন, সাহায্য শুধু নয়, আমি আপনাদের পরিবারের এক ছেলে হিসেবে পাশে দাঁড়াব।তাই নিজের মোবাইল নাম্বার দিয়ে গেলাম।’ এদিন উপস্থিত ছিলেন সাদি খাঁন দেয়ার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মহাবুল ইসলাম,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here