নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়ায় রেলের জায়গা দখলকারী বস্তিবাসীদের এবার বস্তি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত থাকেনি রেল কর্তৃপক্ষ।
অভিযোগ, রাতের বেলায় রেল পুলিশ দিয়ে বস্তিবাসীদের বস্তি খালি করার হুমকি দেওয়া হয়েছে।
সেই বস্তিবাসীদের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া শহরের সাতটি ওয়ার্ডের মধ্যে প্রায় দু’হাজার পরিবার রেলবস্তিতে বসবাস করেন। রেলের তরফে বস্তি খালি করার নির্দেশ দেওয়ায় রীতিমত আতঙ্কিত বস্তিবাসীরা। সেই আতঙ্কিত বস্তিবাসী মানুষদের নিয়ে আন্দোলনে নামল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস ও বাঁকুড়া পৌরসভা।
আরও পড়ুনঃ রুট বদলের দাবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের
রেল বস্তিতে বসবাসকারী পরিবারগুলিকে পুনর্বাসন না দিয়ে বস্তি উচ্ছেদ নয়– এই দাবি নিয়ে মহা মিছিল করে রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হল।
তৃণমূলের দাবি, রেল কর্তৃপক্ষ বস্তির মানুষকে পুনর্বাসন না দিয়ে বস্তি খালি করার নির্দেশ দিয়েছে । পুনর্বাসন না দিয়ে কোনওভাবেই বস্তি খালি করা যাবে না–এই দাবি নিয়ে আন্দোলন শুরু করল তৃণমূল।
গায়ের জোরে রেল কর্তৃপক্ষ যদি বস্তিবাসীদের উচ্ছেদ করতে যায়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584