নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বৃহস্পতিবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার একটি সাংবাদিক বৈঠক করলেন। দলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে ওনার বক্তব্য, অধীর রঞ্জন চৌধুরী যিনি বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ তিনি গত ২৯ শে মে বহরমপুর এসে পৌঁছান। লকডাউনের সময় কালীন তিনি দিল্লিতে বসেছিলেন।
কখনই ক্ষতিগ্রস্তদের মাঝে নেমে তাদের সাহায্যের বিষয়ে কোন রকম চিন্তাভাবনা করেননি। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে নির্দেশ মোতাবেক ত্রাণ দেওয়া হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে জেলার তৃণমূল নেতৃত্বরা। কিন্তু অধীরবাবুকে কোন ভাবে দেখা যায়নি।
লকডাউন ওঠার পর মে মাসের শেষে উনি বহরমপুর এসে পৌঁছান। যেখানে প্রতিটি পরিযায়ী শ্রমিক বা অন্যান্য জেলাবাসীরা জেলায় ঢুকছেন তাদের সকলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে। তিনি এসে থেকে কোন কোয়ারেন্টাইনেই থাকেননি।
আরও পড়ুনঃ তৃণমূল দলে এখন ভাঙনের সংক্রমণ ধরেছে বক্তব্য অধীরের
রাস্তায় নেমে স্ক্রিনিং মেশিন নিয়ে মানুষের টেস্ট করতে লক্ষ্য করা গিয়েছে। ওনাকে কোয়ারেন্টাইনে রাখার ভিত্তিতে আজ স্বাস্থ্য দফতরের জেলা আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাসের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিলেন। সেই ভিত্তিতে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস ওনাদের জানিয়েছেন, লিখিত অভিযোগ জমা দেওয়ার ভিত্তিতে উনি বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584