নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলে, তাকেই আগে জেলে ভরা উচিত মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি ভবনে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকা এক সম্মেলনে যোগ দিয়ে এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা করলেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

অন্যদিকে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিয়ে দলে মহিলাদের ভূমিকা নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবী, দলনেত্রীর নির্দেশে ক্রমাগত সঙ্ঘবদ্ধ হচ্ছে মহিলারা, মূল সংগঠনের পাশে দাঁড়িয়ে মহিলা সংগঠন পুরভোটে যথেষ্ট ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুনঃ ঋষি বঙ্কিম স্মরণে বঙ্কিম মেলা এগরায়
মহিলা তৃণমূল কংগ্রেস সঙ্ঘবদ্ধ, এখানে কোনো দলীয় কোন্দল কিংবা সাংগঠনিক দুর্বলতা নেই বলেও দাবি করেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে মহিলা তৃণমূল সভানেত্রী শিউলি সাহার উপরেই পূর্ণ আস্থা রাখতে চাইলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584