ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনার শুরু থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা উদয়ন গুহ।
গত সোমবার ত্রিপুরা সফরে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আক্রান্ত হয় তাঁর গাড়ি। গো-ব্যাক স্লোগানের সঙ্গে কালো পতাকা দেখানো হয় তাঁকে এবং লাঠির আঘাতও করা হয় গাড়িতে। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তৃণমূল সাংসদ।
এসব দেখে দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিতর্কিত পোস্ট করেন। তিনি লেখেন, তিনি পোস্টে লেখেন, ‘ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের ভাল করে দেখাশোনা করতে হবে।’ উদয়ন বাবুর এই ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা হয় সর্বত্র।
এরপরে শনিবার দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের যুব ও ছাত্রনেতারা ফের আক্রান্ত হন ত্রিপুরায়। মাথা ফাটে সুদীপ রাহার, আহত হন জয়া দত্ত। এরপরে সোমবার ভেটাগুড়িতে এক কর্মিসভায় উদয়ন গুহ আবার এক বিতর্কিত উত্তেজনাপূর্ণ মন্তব্য করে বসলেন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, সংসদের বাইরে দলের সাংসদদের বিক্ষোভ
তিনি বলেন, ‘যে দু একজন বিজেপি নেতা ভেটাগুড়িতে আছে, যদি তৃণমূল ত্রিপুরায় আক্রান্ত হয় তবে আপনারা ভেটাগুড়িতে থাকতে পারবেন না । তৃণমূলের নেতাকর্মীরা আক্রান্ত হলে আপনারাও পরিত্রান পাবেন না।’
আরও পড়ুনঃ বিজেপির ‘দেশপ্রেম’কে কাউন্টার করতে জাতীয় পতাকাই ভরসা বামেদের, আলিমুদ্দিনে প্রথমবার উড়বে তেরঙ্গা
তিনি আরও বলেন, ‘সাবধান হয়ে যান। আপনারা বাঁশ দিয়ে আক্রমণ করবেন। আর আমরা কি আপনাদের রজনীগন্ধা দেব? বাঁশঝাড় আমরাও চিনি।’ উদয়ন বাবুর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য বিজেপি। তাদের বক্তব্য এই মন্তব্যের মাধ্যমে বিজেপিকে হুমকি দিচ্ছেন উদয়ন গুহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584