সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
অনাস্থাপত্র জমা দিতে গিয়ে বিডিওকেই ধমকালেন একাধিক তৃণমূল নেতা। তার মধ্যে্ রয়েছেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, ৫নং সারাংপুর অঞ্চল সভাপতি বাসির মোল্লা সহ একাধিক পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা। একেবারে বিডিও অফিসের চেম্বারে জমায়েত করে একের পর এক ধমকানি শুনতে হয় বিডিওকে।
দিন দুয়েক আগে ৫ নং সারাংপুর পঞ্চায়েতের প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থাপত্র জমা দিতে যান ঐ পঞ্চায়েতের ১২জন সদস্য। কিন্তু সেই অনাস্থাপত্র বিডিও না থাকায় জমা নেননি অফিসের রিসিভ সেকশনে থাকা এক কর্মী। তারপরেই বৃহস্পতিবার ডোমকলের বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল নেতারা এসে বিডিওকে অনাস্থাপত্র জমা নিতে জোর করেন। এমনকি বাধ্য হয়ে অভিযোগ না শুনেই ঐ পত্র জমা নেন বিডিও। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি। অপরদিকে অঞ্চল সভাপতি বাসির মোল্লা জানিয়েছেন, জেলার এক সভানেত্রী অনাস্থাকে ধামাচাপা দেবার চেষ্টা চালাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584