দুষ্কৃতি দ্বারা প্রহৃত স্থানীয় তৃণমূল নেতা নবদ্বীপধাম স্টেশন চত্বরে

0
428

শ্যামল রায়,নদীয়াঃ

নবদ্বীপ ধাম রেল স্টেশন চত্বরে স্থানীয় এক তৃণমূল নেতা কে রড দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।  আক্রান্ত তরুণ দাসের দাবি  তার একটি দুভরি সোনার চেন একটি সোনার আংটি দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে । মারাত্মকভাবে জখম হয়ে হাসপাতালে  চিকিৎসা করাচ্ছেন তরুণ দাস । আরো অভিযোগ জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুষ্কৃতীরা কিভাবে এলাকা থেকে পালিয়ে গেল এই প্রশ্নও উঠেছে এলাকার মানুষের কাছে। জানা গিয়েছে মারাত্মকভাবে জখম স্থানীয় তৃণমূল নেতার নাম তরুণ দাস। বাড়ি নবদ্বীপ শহরের ঝাপান তলায়।
মঙ্গলবার আহত তরুণ দাস জানালেন যে সোমবার রাত নটা নাগাদ নবদ্বীপ ধাম রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বিশেষ কাজের দরুন তিনি গিয়েছিলেন। ওখানে যাবার পর দেখতে পান যে কয়েকজন যুবক কোন এক যুবতীর সাথে প্রেম-ভালোবাসা নিয়ে তর্ক বিতর্ক চলছিল। তরুণ বললেন যে তিনি ওই ধরনের আচরণের প্রতিবাদ করেছিলেন। তারপর  বচসা থেকে হয় । তরুণের দাবি তিনি সে সময় বাড়ি ফিরে আসছিলেন। নবদ্বীপ ধাম রেলস্টেশন জিআরপি অফিস সংলগ্ন টোটো স্ট্যান্ডের কাছে তরুণ যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কোন এক দুষ্কৃতী পিছন দিক থেকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। তরুণ জানালেন রডের আঘাতে সে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় অথচ দুষ্কৃতী  এলাকা থেকে পালিয়ে গেল কোন পুলিশ বা স্থানীয় কেউ ধরতে এগিয়ে এলো না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।অভিযোগ উঠেছে দিনের পর দিন নবদ্বীপ ধাম রেল স্টেশন চত্বর দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হচ্ছে।
তরুন বাবু জানিয়েছেন তাকে এই ধরনের মারধোর করার বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
নবদ্বীপ জিআরপি সূত্রে জানা গিয়েছে যে ঘটনাটি স্টেশন চত্বর রাস্তায় ঘটেছে । আরো জানা গিয়েছে যে স্টেশন চত্বরে দুষ্কৃতীদের ধরতে পুলিশ এবং সিভিক পুলিশ যথেষ্ট তৎপর। মঙ্গলবার নবদ্বীপ জিআরপি তরফ থেকে ট্রেনে অভিযান চালিয়ে দুষ্কৃতি সন্দেহে একজনকে গ্রেপ্তার করে কালনা আদালতে তোলা হয়েছে। ধৃতের জেল হেফাজত হয়েছে। এছাড়াও জিআরপি সূত্রে আরো খবর সোমবার ট্রেন থেকে ২ মোবাইল চোরকে পাকড়াও করা হয়। ছোটদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবুও নবদ্বীপ ধাম রেলস্টেশন চত্বরে দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে ক্ষুদ্র ব্যবসায়ী মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে ফুঁসছেন । স্থানীয়দের অভিযোগ যে  স্টেশন চত্বর এলাকায় ব্যাপক পরিমাণে মদ  বিক্রি অন্যদিকে গাঁজা ও জুয়ার রমরমা কারবার চলছে ।
আরো অভিযোগ যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখা দিয়ে উত্তরবঙ্গের থেকে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে। এইসব এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতীদের মারফত গাঁজা সহ অন্যান্য সামগ্রী পাচার হয় এইসব পথেই। মাঝেমধ্যেই পুলিশ ও জিআরপি অভিযান চালিয়ে ধরপাকড় করলেও এইসবে রমরমা কারবার এখনো বন্ধ হয়নি বলে বিশেষ সূত্রে খবর। যদিও পুলিশ সূত্রে খবর যে তারা নিয়মিতভাবে অভিযান চালায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here