নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এবার বিলি করা হল ‘বিশ্ববাংলা’ এবং ‘মা’ লেখা আলাদা ধরনের দুটি মাস্ক। সরকারি কর্মী ও পঞ্চায়েত দফতরে আসা সাধারণ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করলেন তৃণমূল নেতাকর্মীরা।
মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার আলিনগর গ্রাম পঞ্চায়েতে এই মাস্ক বিতরণ করা হয়।
আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ ওবায়দুল্লাহের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত দফতরের সকল কর্মী এবং সেখানে কাজে আসা সাধারণ মানুষদের মুখে এই মাস্ক পড়িয়ে দেন।
আলিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাঁর স্বামী এসানুল হক, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিকরা এদিন নিজে হাতে ‘বিশ্ববাংলা’ এবং ‘মা’ লেখা দু’ধরনের এই মাস্ক নিজে হাতে পড়িয়ে দেন।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক
এই বিষয়ে আলিনগর অঞ্চল সভাপতি জানান, ‘পশ্চিমবঙ্গের পরিচয় হিসেবে বিশ্ব বাংলার নাম গোটা বিশ্বে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা যুদ্ধে মা-মাটি-মানুষের সরকার দিনরাত এক করে কাজ করে চলেছেন। তাই বিশ্ববাংলা এবং মা লেখা এই দুই ধরনের মাস্ক সরকারি কর্মী এবং সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584