পিয়ালী দাস, বীরভূমঃ
বুনো হাতির মতো তৃণমূল নেতাদের গুলি করে মারতে হবে এমনই মন্তব্য নিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল। বীরভূমের সাঁইথিয়াতে নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রা ছিল। তারপর কলেজের সামনে বিজেপির প্রকাশ্য সভা ছিল। সেই সভা থেকেই বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন জেলাজুড়ে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে তাদেরকে শায়েস্তা করতে হবে।
শ্যামাপদ মন্ডল বলেন বুনো হাতি ক্ষেপে গিয়ে যখন তাণ্ডব চালায় বা মানুষ খুন করে তখন বনদফতরে খবর দেওয়া হয় বনদফতর থেকে বনকর্মীরা এসে প্রথমে হাতিকে ঘুমপাড়ানি গুলি মেরে ঘুম পাড়ানোর চেষ্টা করে কিন্তু তাতেও বুনো হাতি শান্ত না হলে তখন তাকে সত্যিকারের গুলি করে মারে বনদফতর। ঠিক সেই ভাবেই সাঁইথিয়ায় তৃণমূলের ৩-৪ জন নেতা আছে যারা গুন্ডামি করে ঘরবাড়ি ভাঙ্গে বিজেপি কর্মীদের। তাদের বলব আপনারাও প্রথমে সেইসব অভিযুক্ত তৃণমূল কর্মীদের ঘুমপাড়ানি ওষুধ দিন সে ওষুধে কাজ না হলে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিন।
বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন কারা বুনো হাতি কারা দিল্লি থেকে এসে তাণ্ডব চালাচ্ছে তা রাজ্যের মানুষ খুব ভালো ভাবেই বুঝতে পারছে প্রতিমুহূর্তে। আসলে কয়েকদিন আগে গুলি করার কথা বলে তো দীলিপবাবু ফের বিজেপি রাজ্য সভাপতি পদে বসে গেছেন তাই শ্যামাপদ মন্ডল সেই পথ অনুসরণ করছেন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি, যা বাস্তবে কখনোই বাস্তবায়িত হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584