সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল গ্রেফতার হল।পরিবারের তরফে পনের জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তার মধ্যে এর আগে এই ঘটনার জন্য ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্ত অধরা ছিল। গত ১৩ জুন বর্ধমান রামপুরহাট শাখার বনপাশ রেলগেটের পাশে চায়ের দোকানে কয়েকজনের সাথে বসেছিলেন আউশগ্রামের বিল্বগ্রাম তৃণমূল অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।
হঠাৎ তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিরা। জখম অবস্থায় কোন রকমে উদ্ধার করে দু’জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে দেখে কলকাতার এসএসকেএম হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও ডানকুনির কাছে তাঁর মৃত্যু হয়। ঘটনার চার দিন পর গ্রামে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার। কিন্তু সেখানে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে গ্রাম থেকে চলে যেতে বাধ্য হন বিধায়ক। আজ বর্ধমান আদালতে ধৃতকে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584