শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার দিল্লি সফর নির্ধারিতই ছিল তবে ত্রিপুরার সাম্প্রতিক পরিস্থিতি সে সফরকে রাজনৈতিক গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দিলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে ত্রিপুরার ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে চলেছে দল।
সোমবার বিকেলে দিল্লিতে পৌঁছাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের ১৫ জনেরও বেশি সাংসদ রবিবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন। ত্রিপুরার দলের উপর যে ‘হামলা’ হচ্ছে, তার নালিশ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন তাঁরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর থেকে এই বিষয়ে সময় চেয়েছেন তাঁরা। আজ সকাল থেকেই ত্রিপুরার ‘জঙ্গল রাজের’ প্রতিবাদে রাজধানীতে ধরনায় বসবেন তৃণমূল সাংসদরা।
আরও পড়ুনঃ অভিষেকের মিছিলে অনুমতি দিলো না বিপ্লব দেবের প্রশাসন, শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূল
উল্লেখ্য, সায়নীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ এর অভিযোগে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে। আপাতত তাঁকে আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ত্রিপুরা পুলিশ। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৫০৬, ১৫৩ এবং ৩০৭ ধারায় মামলা রুজু হয়েছে সায়নীর বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584