মনিরুল হক, কোচবিহারঃ
কাটমানি ব্ল্যাকমানির পর এবার কোচবিহারের লোকাল স্লোগান চাপমানি নিয়ে পথে নামার কথা ঘোষণা করলো তৃনমূল। এবার ‘‘দিদিকে বলো” এই কর্মসূচিকে হাতিয়ার করে মাঠে নেমেছে তৃনমূল। শুক্রবার তুফানগঞ্জ মহকুমার চিলাখানা এলাকায় এই কর্মসূচি রূপায়ন হবে। এখানে নেতৃত্ব দেবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। গনসংযোগ জন সংযোগের এই কর্মসূচিকে সামনে রেখে নতুন করে মানুষের সাথে সম্পর্ক স্থাপনের এই উদ্যোগ। জনমনে ব্যাপক প্রভাব ফেলবে বলে আসা তৃনমূল নেতৃত্বের।
এদিকে কোচবিহার জেলা জুড়ে দুই ফুলের দ্বন্দে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। গত লোকসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট এ রাজ্যে নতুন শক্তির উত্থান হয়েছে। পায়ের তলা থেকে অনেকটাই মাটি সরেছে শাসক দলের। ঘাসফুলের ক্ষেতে এখন উঁকি দিচ্ছে পদ্ম। কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে গত লোকসভায় পর্যুদস্ত হয়েছে তৃনমূল। ২০২১ এর বিধানসভা, তাই তৃনমূলের কাছে এটা শুধু বড় চ্যালেঞ্জ শুধু নয়, আশঙ্কারও। এই অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের পরামর্শে রাজনীতির নতুন কৌশল গ্রহণ করেছে তৃনমূল।
বৃহস্পতিবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনমূল নেতা রবীন্দ্র নাথ ঘোষ বলেন, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। এরা লোকসভা কয়েকটি আসনে জিতে বাংলার মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কোচবিহারের বিভিন্ন স্থানে তৃনমূল দলীয় কার্যালয় দখল, তৃনমূল কর্মী সমর্থকের বাড়িঘর, জমি, দোকান লুট ও দখল করেছে বলে অভিযোগ তার। একই সাথে ব্যাপক চাঁদার জুলুমে অভিযোগ করে রবিবাবু বলেন সাধারণ মানুষকে চাপ দিয়ে টাকা আদায় করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। এই ‘‘চাপমানি’’ ফেরতের দাবী নিয়ে এবার শুরু হবে আন্দোলন।
আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ প্রচার অভিযান খড়্গপুরে
ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা মাঠে নেমেছে। আর ঘরে বসে নয় পথে নেমেই আন্দোলনের নতুন পথ খুঁজে নেব আমরা। আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃনমূল বলে আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584