নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এনআরসি ও নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে রাজনৈতিক ভাবে কোমর বেঁধে লড়াই করছে বর্তমান শাসকদল। সেই লক্ষ্যেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি ও নাগরিকত্ব বিলের বিরুদ্ধে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। এইদিন তৃণমূলের পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলায়। এদিন এগরা বাজার এলাকায় মিছিল প্রদক্ষিণ করে অবশেষে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়।
এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে এবং শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর নির্দেশ অনুযায়ী এই প্রতিবাদ। শুধু তাই নয় আগামী পুরসভার ভোটে এগরা পুরসভার ১৪ টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে এদিন পরিষ্কার করে দেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাউ। অন্যদিকে স্থানীয় এক বিজেপি নেতা জানান এনআরসি ও নাগরিকত্ব বিলের বিরুদ্ধে এখন যিনি গোটা রাজ্যে প্রতিবাদ করছেন, সেই ২০০৫ সালে এনআরসি ও নাগরিকত্ব বিলের সপক্ষে ছিলেন। অতএব মানুষ সব বুঝতে পারছে ২০২১ এ মানুষ ভোট ব্যাংকে বুঝিয়ে দেবে। অর্থাৎ আগামী বিধানসভা ভোট পাখির চোখ করে যেরাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগোতে চাইছে তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584