সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আদি সন্তোষপুর এলাকায় এক তৃণমূল নেতার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে যে, ৪৬ বছর বয়সী নেপাল সাহা নামের এক তৃণমূল নেতা কান্দি থানার অন্তর্গত দুর্গাপুর এলাকা থেকে নিজের বাড়ি সন্তোষপুর যাবার পথে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারান।
স্থানীয় সূত্রে খবর, নেপাল সাহার একটি রেশন দোকান ছিল। আজ সন্ধ্যায় রেশন দোকান বন্ধ করে বাড়ি যাবার পথেই দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
আরও জানা যায়, নেপাল সাহা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে তার স্ত্রী ওই এলাকার পঞ্চায়েত সদস্যা। কোন রাজনৈতিক আক্রোশের ফলেই এই খুন বলে মনে করছেন তৃণমূল নেতা নেপাল সাহার পরিবারের সদস্যরা। যদিও রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন তা স্বীকার করেনি তৃণমূল নেতৃত্ব।
তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং পরিবারের সদস্যরা। তৃণমূল নেতা নেপাল সাহার খুনের ঘটনায় শোকে কাতর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দোষীদের তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584