নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের নয়াবসত সাত নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বর্ধিত সভার আয়োজন করা হয় নয়াবসত অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
উক্ত সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে আগামী দিনে বাংলার যুব শক্তি প্রকল্পে যুব যোদ্ধা দের ক্রিয়াকলাপের অগ্রগতি ঘটাতে হবে। বাংলার যুব শক্তি কর্মসূচিতে নাম নথিভুক্ত করনের জন্য একটি ক্যাম্প এর উদ্বোধন করা হয় এদিন। এছাড়া নয়াবসত সাত নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আরও পড়ুনঃ সরকারকে হুঁশিয়ারি!মাওবাদীদের হাতে নিহত পরিবারের সদস্যদের
উক্ত সভায় দলের বিভিন্ন ধরনের নির্দেশিকা তুলে ধরেন গড়বেতা তিন নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল, জেলা কমিটির সদস্য দেবকুমার দে, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অভিভাবক কৌশিক ঘোষ, অঞ্চলের উপপ্রধান শুকদেব ভাণ্ডারী, অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ ঘোষাল ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা সনৎ হাঁসদা সহ অঞ্চলের সমস্ত বুথের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বৃন্দ।
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওই সভায় তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সাগর মন্ডল বলেন কৃষক বিরোধী বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলন করতে হবে। তিনি বলেন কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন যে কেন্দ্রের কৃষক বিরোধী বিজেপি সরকারের প্রতিনিধিরা মানুষকে বিভিন্ন এলাকায় গিয়ে বলছে এই বিল কৃষকদের উন্নয়নের জন্য করা হয়েছে। আসলে এই কৃষি বিল কৃষকদের সর্বনাশ করবে এবং খাদ্য সংকট দেখা দেবে। তাই তিনি দলীয় কর্মীদের বলেন গ্রামে গ্রামে গিয়ে কৃষক বিরোধী কৃষিবিলের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে।
সেইসঙ্গে রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। সামনে বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আন্দোলনে নামার জন্য তিনি আহ্বান জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584