নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে l জানা গেছে মৃতের নাম শেখ মনুয়ার আলী (৬২)। তিনি কেশপুর ব্লকের দশ নম্বর অঞ্চলের গোরগজপাতা গ্রামের বাসিন্দা l
তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। অভিযোগ, তৃণমূল -বিজেপির সংঘর্ষর সময় ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয় l
তবে বিজেপির জেলা নেতৃত্ব ওই ঘটনাকে পাড়াগত সমস্যা বলে উল্লেখ করেছেন l বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, পাড়াগত সমস্যা থেকে গন্ডগোলের সৃষ্টি হয় l সেই ঘটনায় শেখ মনুয়ার আলীর মৃত্যু হয়েছে বলে শুনেছি l
আরও পড়ুনঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু
যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই l তৃণমূল দেউলিয়া পরিস্থিতি থেকে রাজনীতির রং লাগিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেl ভারতী ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কোন মন্তব্য পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584