১০০ ফ্লেক্সে ত্রিপুরা সাজিয়ে দলনেতাকে স্বাগত হুগলির কুন্তল ঘোষের

0
219

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্ক :

banner
ছবি: সংগৃহীত

বাংলার রাজনীতিতে ২০২১ এর বিধানসভা নির্বাচন আলাদা মাত্রা এনে দিয়েছিল। এবারের নির্বাচন ঘিরে কৌতূহল রাজ্য থেকে দেশ এমনকি দেশের বাইরে থাকা মানুষের মনেও ছড়িয়ে গিয়েছিল ব্যাপকভাবে। একদিকে গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের রাজ্যে নিত্য আনাগোনা আর ‘অব কি বার ২০০ পার’ -এর হুঙ্কার কার্যত বঙ্গবাসীকে কিছুটা চিন্তায় ফেলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড় কি আদৌ রুখতে পারবে বিজেপির বঙ্গ বিজয়! প্রশ্ন ছিল অনেকের মনেই। যাঁরা সেভাবে রাজনীতি নিয়ে মাথা ঘামান না তাঁদেরও রাজনৈতিক তরজার শরিক হতে দেখা গিয়েছিল এবার।

flex
ছবি: সংগৃহীত

২মে, ২০২১ সব জল্পনার যবনিকা পতন হলো, বিপুল সংখ্যক আসন জিতে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে বলা যায় ‘ল্যান্ডস্লাইড ভিকট্রি’। একই সঙ্গে বাংলা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরিকে, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কাশিমবাজার রায় প্যালেস… ইতিহাসের এক জীবন্ত নিদর্শন

tmc party
ছবি: সংগৃহীত

২০২১ এর ভোট যুদ্ধ জয় ছিল একেবারেই বাংলার জয়, বাংলার লক্ষ লক্ষ সাধারণ মানুষের জয়। আর একই সঙ্গে রাজ্য জুড়ে তৃণমূলের একনিষ্ঠ সৈনিকদের জয়। আর এই বিপুল জয়ের নেপথ্যে ছিলেন এমন কিছু মানুষ যারা দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন শুধুমাত্র দলকে জয়ী করার লক্ষ্যে। তাঁদের মধ্যে অন্যতম হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদক শ্রী কুন্তল ঘোষ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে ‘মা মমতা’।

আরও পড়ুনঃ কলেজে ভর্তিতে কোন সমস্যা হবে না পড়ুয়াদের, দাবি শিক্ষামন্ত্রীর

kuntal ghosh
কুন্তল ঘোষ

সেই মায়ের স্নেহ, মায়ের আদর্শ, মায়ের মমতা তিনি ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটা কোনায় কোনায়। আর তাই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য জয়ী হওয়ার পর তিনি নতুন উদ্যমে আবার সংগঠনের কাজে নেমে পড়েছেন, এবার লক্ষ্য ‘ত্রিপুরা’।

হুগলি জেলার তৃণমূল সেনানী কুন্তল ঘোষের নেতৃত্বে এবার সমগ্র ত্রিপুরা সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় এর লড়াইয়ের অন্যতম সৈনিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবিতে৷ তৃণমূল কর্মীরা কুন্তল ঘোষের নেতৃত্বে সারা শহর জুড়ে ১০০ ফ্লেক্স তৈরি করে সাজিয়ে তুলছেন ত্রিপুরা৷ এভাবেই তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন ওই তৃণমূল কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here