পিয়ালী দাস, বীরভূমঃ
তৃণমূলের এক সক্রিয় কর্মী খুন বীরভূমে। অভিযোগের তীর সিপিএমের দিকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বীরভূমের বনহাট গ্রাম পঞ্চায়েতের রদিপুর গ্রামের ঘোষপাড়ায়। মৃত ব্যক্তির নাম মধুসূদন ঘোষ (৪০)। পেশায় দুধ বিক্রেতা।
এদিকে এই মৃত্যুকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও গ্রামবাসীদের একাংশের মধ্যে। তৃণমূলের তরফে অভিযোগ, আসন্ন বিধানসভা ভোটের জন্য পাড়ায় জনসংযোগ করতে গিয়ে সিপিএম সমর্থকদের হাতে মৃত্যু হয়েছে ওই যুবকের।

যদিও গ্রামের একাংশের দাবি এই খুন কোন রাজনৈতিক কারণে নয় গ্রামেরই পাড়ায় এক গৃহবধূর সঙ্গে ওই যুবকের অবৈধ সম্পর্ক ছিল। তার ফলে সে প্রায়ই ওই পাড়ায় গিয়ে আড্ডা দিত ও মদ খেয়ে গালিগালাজ করতো।
রবিবার দিন সন্ধ্যায় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কিন্তু পাড়ার যুবকরা উত্তেজিত হয়ে ওই যুবককে পাড়ার ক্লাবের খুঁটিতে বেঁধে মারধর করে। ঘটনার জেরে তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত তৃণমূল সমর্থকরা পাড়ায় গিয়ে দশ-বারোটি ঘর ভাঙচুর করে।
আরও পড়ুনঃ ফের শালবনীর ভাদুতলার জঙ্গলে আগুন
শুধু তাই নয় তৃণমূল সমর্থকরা সোমবার ভোররাতে সুখেন সিংহ নামে এক সিপিএম নেতার বাড়ি গিয়ে তার আলমারি ভাঙচুর করে ও চালের হাঁড়ি উল্টে দেয়। এমনকি পাশে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় এবং সুখেন সিংহের শাশুড়িকে মারধর করে। এই ঘটনার পর সোমবার সকালে ফের উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ছুটে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ সোমবার সকালে তৃণমূল সমর্থকরা ফের লেট পাড়ায় চড়াও হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল বলেন মৃত যুবক ওই পাড়ায় ভোট প্রচারের দায়িত্ব ছিল।
কিন্তু কিছু সিপিএম সমর্থকরা তাকে খুন করে। অন্যদিকে, পাড়ার বাসিন্দা গায়ত্রী লেট বলেন, এখানে ওই মৃত যুবক প্রায় আসত পাড়ার এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে। কোন ভোট প্রচারে নয়। এদিন ওই একই কারণে যুবকেরা উত্তেজিত হয়ে ওঠে।
ওই যুবক ফের পাড়ায় এলে তাকে পাড়ার যুবকরা মারধর করে। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার জেরে কয়েক জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের তরফে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে। তবে ফের নাম দিয়ে আরেকটি অভিযোগ করা হবে, বলে স্থানীয় তৃণমূল সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584