আলুসেদ্ধ ডিমভাতে নৈশভোজ, দলীয় সমর্থকদের সাথে রাত্রিবাস জ্যোতির

0
183

স্পর্শ ভট্টাচার্য্য, উত্তর ২৪ পরগনাঃ

পাত পেড়ে ভাত খেলেন মন্ত্রী।এ যেন স্বপ্নের মত। কিন্তু তা যে স্বপ্ন হলেও সত্যি।

গ্রামে গিয়ে দলীয় কর্মীর বাড়িতে কলাপাতায় ভাত খেয়ে তাদের বাড়িতে থেকে রাত পাহারার কাজে নামলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

নৈশভোজে জ্যোতিপ্রিয় মল্লিক।নিজস্ব চিত্র

শুরুটা হয়েছিল বিকাল থেকেই নানা জন সংযোগের মধ্যে দিয়েই। হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে এলাকার মানুষের সঙ্গে সরাসরি (কখনো,রাস্তায়,কখনো দোকানে দাঁড়িয়ে) কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনছিলেন তিনি।

শুধু তাই নয়, গ্রামে অসুস্থ পরিবার দের খুঁজে বের করে তাদের বাড়ি সরাসরি গিয়ে খোঁজ খবর নেন। ফল স্বরূপ ওইসব অসুস্থ পরিবারের লোকেরা মন্ত্রীর দৌলতে পেয়ে যান সরকারী হাসপাতালে ভর্তি করানোর সুযোগ ও চিকিৎসার জন্য নানারকমের সাহায্য।

জনতার মাঝে।নিজস্ব চিত্র

এরপর আস্তে আস্তে রাত নামতে থাকে। ভিআইপি লোক গ্রামে আসাতে এলাকার মানুষ উৎসাহের সঙ্গে ভিড় জমান মন্ত্রীকে ঘিরে।

কেউ বা সেলফি, আবার কেউ বা তাদের পরিবারের লোকেরা বাইরে কাজ করার জন্য ভিডিও কলে কথা বলানো কোন কিছুই বিমুখ করেন নি হাবড়ার এই বিধায়ক।

আরও পড়ুনঃ  জনসংযোগ রক্ষার্থে গ্রামেই রাত্রিযাপন দুই মন্ত্রীর

এরপর দলীয় কর্মীর বাড়িতে গিয়ে মাটির সঙ্গে মিশে কলাপাতায় ভাত ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ চেটেপুটে খেয়ে তাদের বাড়িতেই রাত কাটানোর পাশাপাশি গ্রাম পাহারার কাজে নামেন রাজ্য মন্ত্রী সভার এই সদস্য।

জ্যোতিপ্রিয়র এটুকুই যেন দলীয় কর্মীদের সমস্ত দুঃখকে নস্যাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট মনে করছেন রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here