নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এবার শাসক দলের একদল সমর্থক ও বনবস্তিবাসী আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জ অফিস ঘেরাও করলেন। বুধবার সকাল থেকে রীতিমত তৃণমূলের দলীয় পতাকা নিয়ে শুরু হয় ওই বিক্ষোভ কর্মসূচি। প্রথমেই তালা ঝুলিয়ে ও তৃণমূলের পতাকা লাগিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জ অফিস।

অভিযোগ, বন দপ্তরের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে যে বন সহায়ককে নিয়োগ করা হয়েছে তাদের বেশির ভাগই বহিরাগত। বিক্ষোভকারীরা জানান, বনবস্তির প্রচুর যুবক বন সহায়ক পদে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু রেজাল্ট বের হলে দেখা যায়, সব শহরের ছেলেদের চাকরি হয়েছে। নিয়োগে আমলারা দুর্নীতি করেছেন।
আরও পড়ুনঃ কাঁথিতে বিজেপি নেতার বাড়িতে তান্ডব, অভিযোগের তীর তৃণমূলের দিকে
সে কারণে আমরা এই নিয়োগ বাতিলের দাবিতে এদিন বক্সার রেঞ্জ অফিস ঘেরাও করে আন্দোলন শুরু করেছি। বিক্ষোভকারীরা তার আরও জানান, বনদপ্তরের পক্ষ থেকে আগে ঘোষণা করা হয়েছিল যে, বনসহায়ক নিয়োগের ক্ষেত্রে বনবস্তীর বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।
কিন্তু বাস্তবে বহিরাগতরা বেশি সুযোগ পাওয়ায় ক্ষোভ দানা বেঁধেছে বনবস্তীর বাসিন্দাদের মধ্যে।বিক্ষোভ কারীদের সাফ বক্তব্য অবিলম্বে ওই নিয়োগ দুর্নীতির তদন্ত করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584