নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি, সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ ,গোপাল সাহা সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ রণগ্রাম ব্রিজ বন্ধ নিয়ে কান্দিতে কংগ্রেসের বিক্ষোভ- মিছিল
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কেন্দ্র সরকার রাজ্যসভায় কৃষি বিল পাস করিয়েছে, সেই বিল কৃষক বিরোধী বিল। কৃষকদের ধ্বংস করার জন্য ওই বিল পাস করেছে। এই বিল আমরা মানছি না।
এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।” তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার একের পর এক অন্যায় করে চলেছে। সেই অন্যায়ের বোঝা দেশের সর্বস্তরের মানুষকে বহন করতে হচ্ছে। তাই এই স্বৈরাচারী কেন্দ্রের বিজেপি সরকারকে হঠানোর তিনি ডাক দেন। সাংসদ মানস ভুঁইয়া তার ভাষণে বলেন যেভাবে রাজ্যসভায় ভোটাভুটি না করে ধ্বনি ভোটে কৃষক বিরোধী কৃষি বিল কেন্দ্রের বিজেপি সরকার পাস করিয়েছে তা দেশের পক্ষে ভয়ঙ্কর।
আরও পড়ুনঃ বকেয়া বিলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ ঠিকাদারদের
তিনি বলেন, এর ফলে আগামী দিনে খাদ্যের সমস্যা দেখা দেবে। কৃষকদের ব্যাপক ক্ষতি হবে, লাভবান হবেন একশ্রেণীর মানুষ। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের প্রাণে মারার জন্য এই বিল পাস করেছে। তিনি সর্বস্তরের মানুষকে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন “রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সহ মোট আটজন সাংসদকে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাত দিনের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছে রাজ্যসভার চেয়ারম্যান যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।”
তিনি বলেন,”এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। বিজেপিকে খুশি করার জন্য তিনি এই কাজ করেছেন। আমরা এর বিরুদ্ধে শুধু দিল্লিতে নয়, শুধু কলকাতা নয়, শুধু মেদিনীপুর শহরে নয়, প্রতিটি এলাকায়, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে গ্রামে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে মানুষের কাছে কেন আমরা ওই বিলের প্রতিবাদ করছি তা তুলে ধরব। যতদিন ওই বিল প্রত্যাহার না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584