নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী ৭ ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই জনসভাকে সফল করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, চন্দ্রকোনা রোড, গড়বেতা, ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকায় মিছিলের আয়োজন করা হয়।
প্রতিটি মিছিলে শামিল হয়েছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি নির্বাচিত বিধায়করা। শালবনি ও চন্দ্রকোনা রোডে মিছিলে নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতায় তৃণমূল কংগ্রেসের মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক আশীষ চক্রবর্তী,চন্দ্রকোনা টাউনে নেতৃত্ব দেন বিধায়ক ছায়া দোলাই ,ঘাটাল এলাকায় নেতৃত্ব দেন বিধায়ক শংকর দোলাই, দাসপুরে নেতৃত্ব দেন বিধায়ক মমতা ভুঁইয়া।
আরও পড়ুনঃ সুফল বাংলা বিপণিতে আলু কিনতে লম্বা লাইন বহরমপুরে
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এইভাবে আগামী কয়েকদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করে তোলার জন্য মিছিল ও ছোট ছোট পথসভার আয়োজন করা হয়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, “আগামী ৭ ই ডিসেম্বর মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে।
ওই জনসভায় শামিল হবেন জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই লক্ষ মানুষ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে।” তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে সোমবার থেকে সেই জনসভার সমর্থনে প্রচারে শামিল হয়েছেন বলে দলের জেলা সভাপতি অজিত মাইতি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584