নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সিপিআইএম নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের উত্তরবিল এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে সিপিআইএম নেতা তপন ঘোষ ও দিবাকর ভুঁইয়া।জানা গিয়েছে ওই এলাকার সিপিআইএম নেতা রঞ্জিত দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ভুগছিলেন।
বৃহস্পতিবার বিকেল নাগাদ তার সাথে দেখা করতে যাওয়ার পথে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। তারই পাশাপাশি গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে ১০০ দিনের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা
আরও পড়ুনঃ লকডাউনের দিনে সাঁইথিয়া পাওয়ার হাউসে ভয়াবহ বিস্ফোরণ
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গরবেতা থানার বিশাল পুলিশবাহিনী। এরপরে অভিযোগ, পুলিশের সামনেও মারধর করতে ছাড়েনি তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর গুরুতর আহত অবস্থায় তপন ঘোষ ও দিবাকর ভুঁইয়াকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সিপিআইএম নেতা তপন ঘোষের অভিযোগ, “আমাদের অসুস্থ সিপিআইএম নেতার সাথে দেখা করতে যাওয়ার সময় মারধর করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে পুলিশ গেলেও পুলিশের সামনেও মারধর করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।” যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584