নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রবিবার তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপালখাতার ২৫২ নং বুথের তৃণমৃল কার্যালয়ের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ফারুক মন্ডল সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা।
তৃণমূলের পতাকা ও ভারতীয় জাতীয় পতাকাও তোলা হয়। কিন্তু সেই কার্যালয় উদ্বোধন হওয়ার পর নামানো হয়নি ভারতীয় জাতীয় পতাকা। এভাবেই জাতীয় পতাকার অবমাননা করা হয় বলে বিজেপির অভিযোগ।
আরও পড়ুনঃ ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের
রবিবার দুপুরের পতাকা তোলা হয়। গতকাল সারা রাত ধরে জাতীয় পতাকা লাগানো থাকে বলে অভিযোগ বিজেপির। সোমবার সকাল ১০ টা পর্যন্ত লাগানো থাকে জাতীয় পতাকা। এদিন দলীয় কার্যালয়ে তৃণমৃল কংগ্রেসের কয়েকজন কর্মী বসে ছিলেন।
নেপালখাতা এলাকার পঞ্চায়েত সদস্য সোমা চক্রবতী জানান, তাদের দলীয় কার্যালয়ে গৃহ প্রবেশ ছিল। গতকাল গৃহ প্রবেশ করে আমরা জাতীয় পতাকা তুলে নামিয়ে রাখি। কিন্তু আমাদের ভুল হয়েছে ঘরে রাখিনি। হাত জোর করে ক্ষমা চাইছি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584