নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বোমাবাজির ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের গৌরি অঞ্চলের রুদ্রখন্ড এলাকায়। তৃণমূলের শহীদ দিবসের দিনে দলের গোষ্ঠীকোন্দলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই নেতার মধ্যে বোমাবাজি হয়েছে।
ওই এলাকারই দুই তৃণমূল নেতা মুন্না সাহেব এবং নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিবাদ চলছিল। সোমবার বিবাদ চরমে ওঠে। তবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। অভিযোগ, মঙ্গলবার ভোরে মুন্না সাহেবের বাড়িতে একদল দুষ্কৃতী বোমা ছোঁড়ে।
আরও পড়ুনঃ চোপড়াকান্ডে মৃত কিশোরীর বাবা সহ দুই দাদা গ্রেফতার
তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। যদিও মুন্না সাহেব জানিয়েছেন, সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তার বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে তার অভিযোগ। অন্যদিকে, নুরুল ইসলামের পাল্টা দাবি, তারা তৃণমূল করেন। আগে এক গোষ্ঠীতে ছিলেন। কিন্তু এখন তারা আলাদা গোষ্ঠীর।
তার অভিযোগ, তৃণমূলের আলাদা গোষ্ঠী করায় মাঝে মধ্যেই মুন্না ও তার সঙ্গীরা তাদের নানাভাবে হুঁশিয়ারি দিত। গতকাল রাতে মীমাংসা হয়। দলের সহানুভূতি পেতে আজ ভোরে নিজেরাই নিজেদের বাড়িতে বোমা ফাটিয়ে তাদের নামে মিথ্যা অভিযোগ করছে।
আরও পড়ুনঃ মালদহে ২ লক্ষ টাকার চোরাই মোবাইল উদ্ধার,ধৃত ৪
মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য বোমাবাজির অভিযোগ তোলা হচ্ছে বলে নুরুল ইসলাম জানান। সিপিআইএমের জেলা নেতা উত্তম পাল বলেন, ‘নুরুল ইসলাম বলে সিপিআইএমের কেউ নেই ওই অঞ্চলে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমাবাজি হয়েছে।’ ঘটনার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584