নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গোয়ালপোখরে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির খাসতালুক ছিল গোয়ালপোখর।
পরে প্রিয়বাবু বেঁচে থাকাকালীন গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন প্রিয়পত্নী দীপা দাসমুন্সি। সেই গোয়ালপোখরে এখন ঘাসফুলের বাড়বাড়ন্ত। সেই জায়গায় ধাক্কা দিতে সোমবার দলবদল কর্মসূচি হল গোয়ালপোখরে।
আরও পড়ুনঃ শীতলখুঁচিতে ছিটমহলের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে
করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ১১০০ কর্মী। রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত হাত ধরে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসিম ও গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সিংয়ের নেতৃত্বে ১১০০ নেতা কর্মী কংগ্রেসে যোগদান করলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584